সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ এপ্রিল) সাভার সিটি সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ,সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদের প্রতিটি সংবাদ যেন দেশ ও জাতির কল্যাণে হয় সেভাবে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মন্ডল, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), সাভার পৌর কাউন্সিল রমজান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, সাভার থানা যুবলীগের সিনিয়র সহসভাপতি মহসিন মন্ডল, আওয়ামী লীগ নেত্রী মিসেস মাহবুবা পারভীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।